চট্টগ্রামে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে এসব ঘটনা ঘটে। নগরীর বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ আবাসিক এলাকার আলী নগর ২নং রোডে বুধবার রাতে মুঠোফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক আবদুল আজিজ (২৪) মারা যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন,
এদিকে, সীতাকুণ্ডু উপজেলার ফৌজদারহাট রেল স্টেশনে বুধবার রাতে ট্রেনের ছাদ থেকে পড়ে মো. সাগর (১৮) নিহত হয়েছেন। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দা।
রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক বলেন, রাতে ফৌজদারহাট স্টেশন মাস্টারের কাছ থেকে খবর পেয়ে সাগরকে রেল লাইনের পাশ থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, ফৌজদারহাট বাইপাস কালুশাহ মাজার এলাকায় বাসচাপায় নিহত হন মো. দুলাল (৩৫)। তিনি নগরীর আকবার শাহ থানার কাট্টলী কর্ণফুলী আবাসিক এলাকার বাসিন্দা।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, বুধবার রাতে বাসায় মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন আজিজ। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, কালুশাহ মাজার এলাকায় বুধবার রাতে রাস্তা পারাপারের সময় বাসচাপায় দুলাল গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/২১ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত