দলীয় কর্মীকে মারধরের জেরে রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টুকে অবরুদ্ধ করে রেখেছিলেন বিক্ষুব্ধ কর্মীরা।
এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করেন তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিহাননালী ইউনিয়নের খালিশপুর এলাকার আওয়ামী লীগ কর্মী আবদুর রশিদকে (৪০) মারধর করেন জাকিরুল ইসলাম সান্টু ও তার সহযোগীরা। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মীরা সান্টু ও তার লোকজনকে অবরুব্ধ করে রাখে। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহমেদ জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। তিনি নিজেও ঘটনাস্থলে যাচ্ছেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন