রাজধানীতে মাদকদ্রব্যসহ ১৪৯ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মো. ইউসূফ আলী।
তিনি জানান, বৃহস্পতিবার ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার ৮৫৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৩০ গ্রাম ১৩৪৫ পুরিয়া হেরোইন, ২ কেজি ১০ গ্রাম গাঁজা ও ১৩০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/২২ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ