রাজধানীতে নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াতের সাত কর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর।
এসময় তিনি জানান, লালমাটিয়া একটি হাসপাতালে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে আমরা লালমাটিয়া এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় জামায়াতের সাত কর্মীকে আটক করা হয়।
আটককৃদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/২৪ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ