চট্টগ্রামে বাসচাপায় নিহত হয়েছেন নাছিমা আকতার নামে এক পোশাক শ্রমিক। রবিবার সকালে নগরীর ইপিজেড থানার মাইলের মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাছিমা নাসিমা সিইপিজেডের রিজেন্সি কারখানাতে চাকরি করতেন।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল ইসলাম বলেন, রাস্তার পারাপারে সময় একটি বাস নাছিমাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২৪ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত