জন্মদিনে নেতাকর্মীদের ভালবাসা ও ফুলে ফুলে সিক্ত হলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। আজ ২৪ সেপ্টেম্বর রবিবার সম্রাটের ৪৬তম জন্মদিন।
দিনের শুরু অথাৎ রাত ১২টা এক মিনিট পর থেকেই যুবলীগের নেতাকর্মীরা তার কাকরাইলের অফিসে ফুল, মিষ্টি ও কেক নিয়ে হাজির হন। একে একে তারা জন্মদিনের শুভেচ্ছা জানান।
এরপর সকাল থেকেই শত শত নেতাকর্মীর ভিড় ছিল তার কাকরাইল অফিসে। অন্যদিন তার কার্যালয়ে প্রবেশে কিছুটা কড়াকড়ি থাকলেও আজ সবার জন্য উন্মুক্ত ছিল। বিকাল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে বিশাল কেক কাটা হয়।
এ সময় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, আনোয়ারুল আশরাফ খান পোটন এমপি, যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-সভাপতি মাইনুদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপান, সোহরাব হোসেন মনা, এনামুল হক আরমান, মোরসালিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও কাউন্সিলর একেএম মমিনুল হক সাঈদ, ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, মাকসুদুর রহমান, প্রচার সম্পাদক আরমান হক বাবু, দফতর সম্পাদক এমদাদুল হক এমদাদসহ প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় সবাই শুভ শুভ দিন, সম্রাট ভাইয়ের জন্মদিন, সম্রাট ভাইয়ের জন্য ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ ধন্য স্লোগান দেন। পরে সবাই ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান।
বিডি-প্রতিদিন/২৪ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব