ঘুরে ফিরেই দিন দিন চড়াও হচ্ছে চট্টগ্রামে সবজির বাজার। চট্টগ্রামের চকবাজার, বহদ্দারহাট, কর্ণফূলী মার্কেট, কাজির দেউরিসহ বিভিন্ন বাজারে দাম শুনে চাহিদা মোতাবেক বাজার ক্রয় করছেন না ক্রেতারা।
শুক্রবার চট্টগ্রামের বিভিন্ন সবজির বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে। তবে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম প্রায় স্থিতিশীল রয়েছে। তবে খুচরা ব্যবসায়ীদের দাবি চড়া দামের সুফল ভোগ করছে মধ্যস্বত্বভোগী ফড়িয়া ও বিক্রেতারা।
বহদ্দারহাটের ব্যবসায়ী জালাল উদ্দিন বলেন, আমরা পাইকারদের কাছ থেকে বেশি দামে ক্রয় করি। যার কারণে আমাদেরও বেশি দামে বিক্রয় করতে হয়। একই কথা বলেন কাজির দেউরি কাচাঁ বাজারের আরেক সবজি ব্যবসায়ী রহমত। তিনি বলেন, কৃষকদের কাছ থেকে মধ্যস্বত্বভোগীদের হাত থেকে পাইকার হয়ে খুচরা বাজারে আসতে আসতে পণ্যের দাম দিগুণ হয়ে যায়। শেষ পর্যায়ে এসে আমাদের বেশি দামে কিনে লাভ রেখেই বিক্রি করতে হয়।
বহদ্দারহাটে বাজার করতে আসা শাওন নামের এক ক্রেতা বলেন, সবজির মধ্যে প্রতি কেজি করলা বিক্রি হয় ১১০ থেকে ১২০, ঢেঁড়স ৯০ থেকে ১০০ টাকা, শিম ১৮০ থেকে ২০০ টাকা, মূলা ৮০ থেকে ৮৫ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, পটল ৬৫ থেকে ৭০ টাকা, গাজর ২০ টাকা, পাতা কপি ৬০ থেকে ৭০০ টাকা, আলু ২০ টাকা, মরিচ ২০০ টাকা এবং টমেটো ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি করা হচ্ছে। এতো টাকা দাম তবুও ঘরে/বাসায় এসব বাজার প্রয়োজন। তাই তুলনামুলক কম বাজার করেই বাসায় যাচ্ছি।
তবে চকবাজারের ক্রেতা আলমলীর বলেন, কাচাঁ বাজারের যে দাম বর্তমানে রয়েছে তাতে কিছুদিনের মধ্যে দাম কম না হলে সাধারণ ক্রেতারা এ দামে সবজির খাওয়া রীতি মতো বন্ধ করে দিতে পারে।
অপরদিকে সপ্তাহ দুয়েকের মধ্যে মিশরের কাঁচা-মিষ্টি খেজুরে সয়লাব হয়ে গেছে চট্টগ্রামের অভিজাত ফলের দোকানগুলো। প্রতি কেজি কাঁচা খেজুর বিক্রি হচ্ছে ৯০০ টাকায়। নগরীর কাজীর দেউড়ি কাঁচাবাজার, রিয়াজউদ্দিন বাজারের ফলের দোকানে এমন দৃশ্য চোখে পড়বে।
কাজীর দেউড়ি বাজারের ফলের দোকানদার আলমগীর বলেন, এবারই প্রথম কাঁচা খেজুর আমদানি করা হয়েছে বাংলাদেশে। মিষ্টি খেজুরগুলোর চাহিদাও বেশ। ৫০০ গ্রামের এক ঝুড়ি খেজুর বিক্রি হচ্ছে ৪৫০ টাকা।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর