ঘন কুয়াশার কারণে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
রবিবার সকাল ৭টার পর থেকে কোনো ফ্লাইট বিমানবন্দর থেকে উড্ডয়ন করতে পারেনি বলে জানিয়েছেন সিভিল এভিয়েশনের ডিউটি অফিসার ফরিদউদ্দিন আহমেদ। তিনি বলেন, কুয়াশা কেটে গেলে যথারীতি ফ্লাইট চালু হবে।
এর আগে, ২৯ নভেম্বর একই কারণে সকাল ১১টা পর্যন্ত ঢাকায় বন্ধ ছিল বিমান চলাচল।
বিডি-প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৭/মাহবুব
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        