চট্টগ্রাম সিটি করপোরেশনে সাবেক মেয়র ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে তিনদিনের শোক পালন করা হচ্ছে।
রবিবার থেকে এ কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষে সকাল থেকে দারুল ফজল মার্কেটে মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। একই সঙ্গে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এ সময় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।
এদিকে, বাদ আসর এ বি এম মহিউদ্দিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর মুসাফিরখানা মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে দলের তিন দিনের শোক কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। তা প্রতিটি ওয়ার্ডে পালিত হচ্ছে। আজ বিকেলে দোয়া মাহফিল ও আগামীকাল সোমবার কুলকানি অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামের ১২টি কমিউনিটি সেন্টারে একযোগে মিলাদ ও মেজবানের আয়োজন করা হয়েছেও বলে জানান এই ইব্রাহিম হোসেন চৌধুরী।
বিডি-প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৭/মাহবুব