আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রশাসন শুধু বিএনপির সঙ্গেই বৈষম্যমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছে দলটি।
রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলন বিএনপির ভাইস-চেয়ারম্যান এবং দলটির রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনার কমিটির প্রধান সমন্বয়ক ইকবাল হাসান মাহমুদ টুকু এসব কথ বলেন। এ সময় পাশে ছিলেন রসিক নির্বাচনে দলীয় প্রার্থী কাওছার জামান বাবলা।
বিএনপির প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে টুকু বলেন, সরকারদলীয় প্রার্থীরা আচরণবিধি ভঙ্গ করে প্রচার-প্রচারণা চালালেও সেদিকে খেয়াল না করে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে উঠে-পড়ে লেগেছে প্রশাসন। কোথাও সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। পথে পথে বাধা সৃষ্টি করা হচ্ছে।
সরকার এককভাবে নির্বাচন করে তাদের প্রার্থীকে জয়ী করার চেষ্টায় আছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, সরকারের ভয়ে প্রশাসন ভীত। তা না হলে কেন আচরণ বিধি লংঘনের পরও তাদেরকে কিছুই বলছে না। শুধু বিএনপির সাথেই এই বৈষম্যমূলক আচরণ করছে প্রশাসন।
সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে টুকু আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে যাদেরকে পোলিং এজেন্ট করার জন্য তালিকা করা হচ্ছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে কেন্দ্রে যেতে নিষেধ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৭/মাহবুব
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        