রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু নিজের ভোট দেয়া কেন্দ্রেও হেরে গেছেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত রসিক নির্বাচনে ২৪ নম্বর ওয়ার্ডের সালেমা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সরফুদ্দিন আহমেদ ঝন্টু। এই কেন্দ্রে তিনি পেয়েছেন ৭৪২ ভোট। কেন্দ্রটিতে ৯৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। বিএনপির প্রার্থী কাওসার জামান পেয়েছেন ২৪০ ভোট। রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।
এবারের নির্বাচনে জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তফা ভোটে সব দিক থেকে এগিয়ে আছে। জানা গেছে, বেসরকারিভাবে ঘোষিত ১৪০ টি কেন্দ্রের ফল অনুযায়ী জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তফা পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৫৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু পেয়েছেন ৪৯ হাজার ১৩৩ ভোট। আর বিএনপি’র প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছেন ৩০ হাজার ভোট।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর