বিপুল ভোটে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। লাঙল প্রতীক নিয়ে ১,৬০, ৪৮৯ ভোট পেয়েছেন তিনি।
রিটার্নিং কর্মকর্তা বৃহস্পতিবার রাতে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহমেদ পেয়েছেন ৬২, ৪০০ ভোট। আর বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছেন ৩৫,১৩৬ ভোট।
উল্লেখ্য, ২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথমবারের মতো রংপুর সিটি কর্পোরেশনে ভোট হয়। নির্দলীয়ভাবে অনুষ্ঠিত ওই নির্বাচনে জিতে সিটির প্রথম মেয়র হন আওয়ামী লীগ নেতা সরফুদ্দীন আহমেদ ঝন্টু।
বিডি-প্রতিদিন/ আরফাত-তাফসীর