রংপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। এবারের নির্বাচনে মোট ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ ভোটের মধ্যে ২ লাখ ৯২ হাজার ৭২৩ জন ভোটাধীকার প্রয়োগ করেছেন। যা শতকরা হিসেবে ৭৪.৩০ শতাংশ।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীভাবে রসিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রসিক বর্তমানে ভোটার সংখ্যা তিন লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৯৬ হাজার ৩৫৬ ও নারী এক লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।
এবারের নির্বাচনে ৯৮,০৮৯ ভোটের ব্যবধানে নৌকা সমর্থক প্রার্থী ঝন্টুকে হারিয়ে মেয়ার নির্বাচত হন মোস্তফা। জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু পেয়েছেন ৬২৪০০ ভোট। অপর দিকে বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছেন ৩৫১৩৬ ভোট।
এছাড়া রংপুর সিটি কর্পোরেশনের মেয়র পদের এই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ'র আমীর শায়েখ চরমোনাই মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব এটিএম গোলাম মোস্তোফা বাবু হাতপাখা মার্কায় পেয়েছে ২৪ হাজার ৬ ভোট। জাপার বিদ্রোহী প্রাথী হাতি প্রতীকে আসিফ শাহরিয়ার ২ হাজার ৩১৯, বাসদের আব্দুল কুদ্দুছ মই মার্কা ১ হাজার ২৬০ এবং এনপিপির সেলিম আক্তার আম মার্কা পেয়েছে ৮১১ ভোট।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর