রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীকে জোর করে হারানোর অভিযোগে পুলিশের সাথে সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এসময় ওই ওয়ার্ড কাউন্সিলনের ১৫ সমর্থককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। লাঙ্গল প্রতীক নিয়ে ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট পেয়েছেন তিনি। রিটার্নিং কর্মকর্তা বৃহস্পতিবার রাতে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম