সিলেটের কানাইঘাটে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছে। এছাড়া দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছে আরেক যুবক।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া গ্রামে ডাকাতিসহ চারটি মামলার পলাতক আসামি হবিবুর রহমান হবিকে গ্রেফতার করতে যায় পুলিশের একটি দল। এসময় পুলিশের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় হবি’র পরিবারের সদস্যরা। একপর্যায়ে আসামি পক্ষের লোকজন গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। গুলিবিনিময়কালে হবি নিহত হয় বলে জানান সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শামসুল আলম সরকার। আসামি পক্ষের হামলায় চার পুলিশ সদস্যও আহত হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, শুক্রবার সকালে কানাইঘাট উপজেলার বড়বন্দ তৃতীয়খন্ড গ্রামের একটি কবরস্থানের পাশ থেকে রুবেল আহমদ নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে। সে উপজেলার সনাতনপুঞ্জি গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল মতিনের ছেলে। রুবেল এলাকায় মোটরসাইকেল দিয়ে ভাড়ায় যাত্রী পরিবহন করতো। গত বৃহস্পতিবার রাত থেকে সে নিখোঁজ ছিল। সকালে তার লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশের ধারণা দুর্বৃত্তরা তাকে খুন করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে।
উভয়ের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর ২০১৭/হিমেল