শিরোনাম
- তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে ইসি
- ডোপ টেস্ট পজিটিভ হলে জকসুর প্রার্থিতা বাতিল
- বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
রাউধা হত্যা মামলায় পিবিআই'র তদন্ত শুরু
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন
‘ভোগ’র মডেল রাউধা আতিফের মৃত্যুর ঘটনায় মামলাটির তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দায়িত্ব নেওয়ার পর বুধবার তারা কাজ শুরু করে। এ নিয়ে পঞ্চমবারের মতো রাউধার মৃত্যুর রহস্য তদন্ত করা হচ্ছে।
বুধবার দুপুর ১২টার দিকে পিবিআই’র কয়েকজন কর্মকর্তা রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের কয়েকজন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করেন।
এসময় উপস্থিত ছিলেন, পিবিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের বিশেষ পুলিশ সুপার হুমায়ুন কবির, পিবিআই জেলা কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল আরিফ।
এর আগে, গত ১৭ অক্টোবর মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাতে বলা হয়েছিল, রাউধা আত্মহত্যা করেছিলেন। তবে এই প্রতিবেদনে সন্তুষ্ট হতে পারেনি আদালত। আর এ জন্যই মামলাটির তদন্তে দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআইকে।
এর আগে চারবার তার মৃত্যুর তদন্ত করা হয়েছে এবং প্রতিবারই মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যা উল্লেখ করা হয়েছে। সর্বশেষ মামলার তদন্ত করে সিআইডি। এ জন্য দ্বিতীয়বারের মতো ময়নাতদন্তের জন্য তার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক আলমগীর হোসেন জানান, আদালতের নির্দেশে তারা নতুনভাবে আবার রাউধা আতিফের মৃত্যুর কারণ তদন্ত করে দেখবে। এ কারণে মৃত্যুর কারণ উদঘাটন করতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, যাতে নতুন কোনো উপাদান পাওয়া যায়।
তিনি আরও জানান, সিআইডির তদন্ত প্রতিবেদন রাউধার বাবা মোহাম্মদ আতিফ নারাজি দেওয়ায় এবং পিবিআইকে দিয়ে তদন্ত করার অনুমতি চাওয়ায় আদালত এ নির্দেশ দিয়েছে। রাউধা আতিফের বাবার অনুমতি প্রার্থনায় গত ২৮ নভেম্বর আদালত নতুনভাবে মামলার তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২৯ মার্চ দুপুরে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষ থেকে রাউধার লাশ উদ্ধারের পর ৩১ মার্চ মেডিকেল বোর্ড গঠনের মাধ্যমে ময়নাতদন্ত সম্পন্ন হয়। ওই প্রতিবেদনে রাউধা আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করে মেডিকেল বোর্ড।
পরে গত ১১ এপ্রিল রাউধার মৃত্যুর ঘটনায় রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের পাঁচ সদস্যের তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনে বলা হয়, রাউধা আত্মহত্যা করেছে বলে তাদের মনে হয়েছে।
রাউধার মৃত্যুর ১২ দিন পর গত ১০ এপ্রিল তার সহপাঠী সিরাতকে আসামি করে হত্যামামলা দায়ের করেন রাউধার বাবা ডা. মোহাম্মদ আতিফ। রাজশাহীর আদালতে দায়ের করা ওই মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন।
সেই অনুযায়ী হত্যামামলা রেকর্ড করে পুলিশ। এরপর মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। পরে রাউধার মৃত্যুর ঘটনায় দায়ের করা অপমৃত্যুর মামলার তদন্তের ভারও দেওয়া হয় সিআইডিকে।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর