চট্টগ্রামে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৮৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। আজ ভোর ৫ টার দিকে নগরীর আকবর শাহ থানার সিটি গেইট এলাকায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসময় দুজনকে আটক করা হয়েছে।
এরা হলেন, এহসান ও রহমতউল্লাহ। দুজনের বাড়ি টেকনাফের সাবরাং এলাকায়।
জানা যায়, ভোর ৫ টার দিকে নগরীর আকবর শাহ থানার সিটি গেইট এলাকায় ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। কক্সবাজারের টেকনাফ থেকে ট্রাকে ইয়াবা নিয়ে আটক দুজন ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটির চেসিসসহ বিভিন্ন জায়গায় ইয়াবাগুলো রাখা হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৮/হিমেল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        