রাজশাহী কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিংয়ের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার সকালে দিনটি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে রাজশাহী কলেজ স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সদস্যরা। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মাহবুবর রহমান।
রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান, উপ-কমিশনার আমির জাফর।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন