চট্টগ্রাম নগরীতে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৮৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় ট্রাক চালক মো. এহসান ও তার সহকারী রহমত উল্লাহ নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
রবিবার নগরীর আকবর শাহ থানাধীন সিটি গেইট এলাকায় এ অভিযান চালানো হয়।
নগর গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে অভিযান চালানো হয়। অভিযানে একটি ট্রাকের চেসিসসহ বিভিন্ন জায়গায় তল্লাশি করে ৮৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৮/মাহবুব
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        