সিলেট আরআরএফে প্রশিক্ষণ সমাপ্ত করেছেন পুলিশের ২৪৪ সদস্য। রবিবার সকালে লালাবাজারস্থ আরআরএফ মাঠে তাদের সমাপনী কুচাকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান বিপিএম। 
প্রশিক্ষণ সমাপ্ত পুলিশ কনস্টেবলদের মধ্যে হবিগঞ্জ জেলার ৯৫ জন, মৌলভীবাজারের ৮৬ জন, মুন্সীগঞ্জের ৬৩ জন ছিলেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠ ৫ প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। 
আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট মো. মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতউল্লাহ খান, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহজালাল, হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা, সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার রেজাউল করিম প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৮/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        