নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কোরআন শরীফ অবমাননা করে ফেসবুকে একটি পোস্ট দেয়ার ঘটনায় গ্রেফতারকৃত হাসান উল ইসলামকে (২৯) জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে গ্রেফতারকৃত হাসান উল ইসলামকে ১০ দিনের রিমান্ড চেয়ে হাজির করে ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে সকালে ভূইগড় আল আরাফা জামে মসজিদের ইমাম সিদ্দিক উল্লাহ বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন। ১৩ জানুয়ারি সকালে সোনারগাঁয়ের মেঘনা ঘাট এলাকা থেকে হাসানকে গ্রেফতার করা হয়। সে ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকার ইটভাটা মালিক মজিবুর রহমানের ছেলে।
অন্যদিকে দুপুরে গ্রেফতারকৃত হাসান উল ইসলামকে আদালতে হাজির করা হলে তার ফাঁসির দাবিতে আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল করে মুসল্লিরা। তবে এসময় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোঃ শরফুদ্দীন জানান, গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। প্রাথমিকভাবে হাসান স্বীকার করেছে যে উক্ত কাজের সঙ্গে জড়িত। নেশাগ্রস্ত অবস্থায় থাকাকালীন সময়ে সে উক্ত কাজ করে। সে দীর্ঘদিন ভারতে অবস্থান করেছে এবং ভারতের একটি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া সম্পন্ন করেছে। তবে রিমান্ডে জিজ্ঞাসাবাদে প্রকৃত কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন