চট্টগ্রামে আলোচিত চার নারী ধর্ষণের ঘটনায় আদালতে জবানবন্দি দিয়েছেন ভিকটিমরা। জবানবন্দিতে দুই নারী ধর্ষণের শিকার হওয়ার কথা আদালতকে জানান। বাকি দুইজন তাদের ধর্ষণের চেষ্টা করার কথা জানান। রবিবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমানের আদালতে জবানবন্দি দেন ভিকটিম চার নারী।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, চার নারী ধর্ষণের ঘটনায় ভিকটিমদের জবানবন্দি গ্রহণ করেছে আদালত। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় চার নারীর জবানবন্দি নেয়া হয়েছে। এতে দু'জন ধর্ষিত হওয়ার কথা জানিয়েছেন। বাকি দুইজন ধর্ষণের চেষ্টা করা হয়েছিল বলে আদালতকে জানান।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১২ ডিসেম্বর গভীর রাতে কর্ণফুলীর বড় উঠানে একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে ধর্ষণের ঘটনা ঘটায় ডাকাতরা। এ ঘটনায় দায়ের হওয়া মামলাটি পুলিশ সদর দফতরের নির্দেশে তদন্ত করছে পিবিআই। চাঞ্চল্যকর এই ঘটনায় পিবিআই এই পর্যন্ত চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৮/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        