সিলেটে ব্যবসায়ীর সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার জেরে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।সোমবার সন্ধ্যায় নগরীর দক্ষিণ কাজলশাহ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ সন্ধ্যা ৬টার দিকে নগরীর দক্ষিণ কাজলশাহ এলাকায় মোটরসাইকেলে যাচ্ছিলেন বাবলু নামের এক ব্যবসায়ী। এসময় পুলিশের একটি দল তার গতিরোধ করে। তারা বাবলুকে তল্লাশি করতে চাইলে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুলিশ সদস্যরা বাবলুকে মারধর করেন।
এ খবর জানাজানি হলে স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। এতে দুই পুলিশ সদস্য আহত হন। আহত তিনজনকেই ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে ওসমানী হাসপাতালে দায়িত্বরত পুলিশের এসআই ফারুক আহমদ জানান, তিনি বাইরে থাকায় বিস্তারিত কিছু জানেন না। তবে ব্যবসায়ীদের সাথে পুলিশের সমস্যা হয়েছে বলে শুনেছেন।
নগরীর কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন জানান, ঘটনার বিষয়টি তিনি শুনেছেন। বিস্তারিত খবর নিচ্ছেন।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল ওয়াহাব বলেন, তিনি সিলেটের বাইরে থাকায় এ ব্যাপারে কিছু জানেন না।
বিডিপ্রতিদিন/ ১৫ জানুয়ারি, ২০১৮/ ই জাহান
 
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        