উবার, পাঠাও, স্যাম-এর মতো স্মার্টফোন ভিত্তিক সিএনজি সেবা ‘হ্যালো’ চালু হচ্ছে। মঙ্গলবার থেেকে এ সেবা চালু হবে। হ্যালো অ্যাপস এবার সিএনজিগুলোকে অনলাইনের আওতায় আনছে। বিআরটিএ’র বেঁধে দেয়া ভাড়ার হার মেনে চলা হবে। অর্থাৎ, প্রথম দুই কিলোমিটার ৪০ আর পরের প্রতি কিলোমিটার ১২ টাকা। প্রতি মিনিটের ওয়েটিং চার্জ ধরা হয়েছে ২ টাকা।
‘হ্যালো’ এর বিপণন বিভাগের পরিচালক রাকিবুল হাসান জানান, অ্যাপস ব্যবহারের জন্য শতকরা ১৫ টাকা দিতে হবে সংশ্লিষ্ট কোম্পানিকে।
মঙ্গলবার থেকে গুগল অ্যাপস স্টোরে ‘হ্যালো’ অ্যাপটি পাওয়া যাবে বলেও জানান তিনি।
বিআরটিএ বলছে, এটা যদি ভালভাবে চলে তাহলে যাত্রীরা উপকার পাবে। এটা আইন-স্বীকৃত।
বিডি প্রতিদিন/১৬ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম