সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশের মানুষ এখন বিএনপি-জামায়াতের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তবে তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।
 
মঙ্গলবার রাজধানীর শাহবাগ এলাকায় কাউন্সিলর এম এ হামিদ খান-এর কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মেনন বলেন, দেশের মানুষ এখন বিএনপি-জামায়াতের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এ কারণে তারা বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিচ্ছে। ১৪-দলসহ সকলকে এদের অপকৌশলের বিষয়ে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
পরে, সমাজকল্যাণ মন্ত্রী শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন।
বিডি প্রতিদিন/১৬ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        