ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ উভয়পক্ষের ১১ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে বকশীবাজার মোড়ে পেনাং রেস্টুরেন্টে ঘটনার সূত্রপাত হয়।
শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হলেও পরে ঢামেকের ফজলে রাব্বী হল শাখা ছাত্রলীগ ও ঢাবির সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল শাখা ছাত্রলীগ এ ঘটনায় জড়িয়ে পড়ে। এতে শহীদ ডা. ফজলে রাব্বী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মো. আল আমিন, এসএম হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাফফার ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওয়াহাব বিন রিয়াজ আহত হয়েছেন। বাকিদের নাম পাওয়া জানা যায়নি।
পুলিশের লালবাগ জোনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) কামাল হোসেন বলেন, পুলিশ সংঘর্ষ ঠেকাতে তৎপর ছিল। ঢাবির প্রক্টরের সঙ্গে কথা বলেছি। তিনি জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন