নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় দুই ডাকাতের মৃত্যু হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় আরও ৪/৫ গুরুতর আহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার মুসাপুর ইউনিয়নের বালিগাও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় নুরুল আলমের বাড়ির আশ-পাশে ভোরের দিকে কয়েকজন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে স্থানীয়রা তাদেরকে ডাকাত সন্দেহে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।
বিডি প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৮/হিমেল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        