বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে খুলনায় লাল পতাকা বিক্ষোভ মিছিল করেছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। বুধবার দুপুরে নগরীর খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকায় শ্রমিকরা লাল পতাকা হাতে ট্রাকযোগে বিক্ষোভ মিছিল করে। এসময় তারা দ্রুত মজুরি কমিশন গঠন ও বকেয়া মজুরি প্রদানের দাবি জানান।
এর আগে সকালে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত্ব পাটকলের শ্রমিকরা স্ব স্ব মিলে গেটের সামনে অবস্থান নেয়। এসব গেট সভায় বক্তৃতা করেন আন্দোলন কমিটির কার্যকরী কমিটির আহ্বায়ক সোহরাব হোসেন ও খুলনা-যশোর রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক সিবিএ-ননসিবিএ পরিষদের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।
শ্রমিকরা জানায়, বকেয়া মজুরি পরিশোধের দাবিতে টানা কর্মবিরতিতে গত ২৮ ডিসেম্বর থেকে খুলনার রাষ্ট্রায়ত্ত ৮টি পাটকলে উৎপাদন বন্ধ রয়েছে। এসব পাটকলে ৫ থেকে ১২ সপ্তাহের মজুরি বাবদ ২৫ হাজার শ্রমিকের পাওনা রয়েছে প্রায় ৪০ কোটি টাকা।
বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৮/ফারজানা