আসছে জাতীয় বাজেটে রাজশাহীর উন্নয়নে অতিরিক্ত অর্থ বরাদ্দের দাবি উঠেছে। রবিবার রাজশাহীতে মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানান রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পিছিয়ে পড়া রাজশাহীর উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এ দাবি উঠেছে।
বেলা ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহীর সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আয়োজনে ওই কর্মসূচি পালিত হয়। সমাবেশে রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতরা অংশ নেন।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অসাদ, নগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, নগর ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রাজশাহীতে শিল্পের সম্প্রসারণ তুলনামূলকভাবে কম হচ্ছে। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে উদ্যোক্তারা এগিয়ে আসছে না। এ অবস্থায় রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিস চালু খুবই জরুরি। এছাড়া আব্দুলপুর-রাজশাহী-রহনপুর ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ, পদ্মা নদীর চরে সরকারি ভাবে অর্থনৈতিক জোন স্থাপন, পদ্মানদীর রাজশাহী-চাপাই ও চারঘাট-বাঘা ড্রেজিং প্রকল্প গ্রহণ করে নদীপথে পন্য সরবরাহ ব্যবস্থা চালু করতে হবে।
তারা আরও দাবি জানান, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়ন, ভুখণ্ড রক্ষায় স্থায়ী নদী তীর প্রতিরক্ষা প্রকল্প গ্রহণ, কৃষিভিত্তিক ইপিজেড প্রতিষ্ঠা, টেক্সটাইল মিলসহ সকল বন্ধ কলখানা চালুর। পাশাপাশি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, নগরীর একাধিক মাধ্যমিক স্কুল সরকারিকরণ, ক্রিকেট টেস্ট ভেন্যু স্থাপন ও পাঁচতারা হোটেল নির্মাণের।
সমাবেশ থেকে আম, টমেটোসহ অন্যান্য ফল সংরক্ষণে কোল্ড স্টোরেজ স্থাপন এবং নারী শিল্পোদ্যোক্তাদের বিশেষ ঋণের ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। এছাড়া রাজশাহীর হযরত শাহমখদুম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, কৃষিপণ্য দ্রুত সরবাহের জন্য কার্গো বিমান চালু এবং রাজশাহীতে একাধিক সিএনজি স্টেশন স্থাপন, বসতবাড়ি ও শিল্পে বন্ধ গ্যাসের সংযোগ পুনরায় চালুর দাবি জানান বক্তারা।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৮/হিমেল