কুমিল্লার দাউদকান্দি উপজলার রায়পুরে পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' কাপড় বোঝাই কাভার্ডভ্যান ছিনতাই মামলার আসামি রুবায়েত হোসেন বাবুল নিহত হয়েছে।
মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে বলে দাউদকান্দি মডেল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন।
নিহত বাবুল নরসিংদী জেলার মাধবদী উপজেলার বিরামপুর গ্রামের ইমাম হোসেনের ছেলে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও নরসিংদী থানায় ৮টি ডাকাতি মামলাসহ ২২টি মামলা রয়েছে।
ওসি মিজানুর রহমান জানান, গত ১১ এপ্রিল কুমিল্লা দাউদকান্দি থেকে রপ্তানীমুখী কাপড় বোঝাই একটি কাভার্ডভ্যান ছিনতাই হয়। তিনদিন পর ছিনতাই হওয়া কাভার্ডভ্যানটি ঢাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ১৬ এপ্রিল ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করা হয় ডাকাত রুবায়েত হোসেন বাবুল এবং মারুফ আহম্মদ লাভলুকে। তাদের স্বীকারোক্তি মতে মঙ্গলবার রাত আড়াইটার সময় ওই দু’জনকে নিয়ে এ ছিনতাই ঘটনার জড়িত অপর সদস্যদের ধরা জন্য পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর এলাকায় যায়। তখন ওই স্থানে অবস্থান নেয়া ডাকাতের একটি দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় বাবুল কৌশলে পালাতে চেষ্টা করে। পুলিশও তাদের লক্ষ্য করে পাল্টা গুলি ছুড়ে। এতে ডাকাত বাবুল গুলিবিদ্ধ হয়। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
ডাকাতদের সাথে বন্দুকযুদ্ধে দাউদকান্দি থানার পরিদর্শক তদন্ত নুরুল ইসলাম মজুমদার, এ এসআই প্রদীপ দাস, কনস্টেবল ইব্রাহীম ও সোহরাব আহত হয় বলেও জানান ওসি।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান ও গুলি উদ্ধার করা হয়েছে।তিনি বলেন, ডাকাতির ঘটনায় আটক অপর ডাকাত সদস্য লাবলু মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর বাহাদুরপুর গ্রামের আইনাল হকের ছেলে। তার বিরুদ্ধেও ৫টি মামলা রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে কুমিল্লা দাউদকান্দি থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল, ২০১৮/মাহবুব