ড্রাইভিং লাইসেন্স না থাকায় রাজধানীর ডেমরা থেকে অভিযান চালিয়ে চার চালককে গ্রেফতার করেছে পুলিশ। ওই অভিযানে নেতৃত্ব দেন রামপুরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার লুবনা মোস্তফা।
বুধবার সকাল ১১টায় বাস চালক মো. রাসেল (১৯), লেগুনা চালক মো. ওমর ফারুক (১৮), মো. আরিফ খান (৩৩) ও সিএনজি চালক মো. রফিকুল ইসলাম (৩৭) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাদের ডেমরা থানায় সোপর্দ করে ঢাকা মহানগর পুলিশের রামপুরা ট্রাফিক জোন। ডেমরা থানার ওসি এসএম কাওসার আহম্মেদ জানান, অভিযুক্তদের মোটরযান আইনে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল, ২০১৮/ফারজানা