রাজধানীর পল্টন থানায় নাশকতার মামলায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিএনপি নেতার জামিন আবেদনের প্রেক্ষিতে বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জহিরুল ইসলাম সুমন। তিনি বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে গত ১০ ফেব্রুয়ারি রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগ এনে এ মামলা দায়ের করে পুলিশ।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল, ২০১৮/মাহবুব