রাজশাহীর গোদাগাড়ীতে ছয় নারীসহ ৭ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সুমিত চৌধুরী বলেছেন, গ্রেফতারদের পরিচয়সহ বিস্তারিত পরে জানানো হবে।
তিনি আরও বলেন, গত ১৪ এপ্রিল গোদাগাড়ী এলাকায় বর্ষবরণের অনুষ্ঠানবিরোধী লিফলেট বিতরণ করা হয়। বেশ কয়েকজন নারী বোরখা পড়ে লিফলেটগুলো বিতরণ করে। এর সূত্র ধরে গোয়েন্দা পুলিশ তদন্ত করে ছয় নারীকে শনাক্ত করে। এরপর বুধবার ভোরে অভিযান চালিয়ে ছয় নারীসহ ৭ জনকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতারদের মধ্যে দুইজন পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য ও বাকিরা নতুন সদস্য বলেও জানান সুমিত চৌধুরী।
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৮/এনায়েত করিম