আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ষড়যন্ত্রকারীরা বসে নেই। তারা সরকারের একের পর এক সাফল্যে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে তাদের মোকাবেলা করতে হবে।
আজ বুধবার দুপুরে খুলনার বধ্যভূমি গল্লামারী স্মৃতিসৌধে মহানগর ও জেলা আওয়ামী লীগের আয়োজনে বিশেষ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রতিনিধি সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সংসদ সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় নেতা বেগম মন্নুজান সুফিয়ান এমপি, এসএম কামাল হোসেন, মেয়র প্রার্থী তালুদকার আব্দুল খালেক, এসএম মোস্তফা রশিদী সুজা এমপি, মিজানুর রহমান এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ প্রমুখ।
প্রতিনিধি সম্মেলনে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের সকল থানা, উপজেলা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/ ই-জাহান