রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আউছার, বয়স ১৩ বছর। বুধবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) সামছুল হক জানান, খবর পেয়ে উত্তর বাড্ডার সাতারকুলের খালপাড়ের পাশে ধানক্ষেত থেকে শিশু আউছার মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নিহত শিশু আউছার রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুলের বাসিন্দা রিকশাচালক মো. জাহিদের ছেলে।
বিডি প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৮/ওয়াসিফ