রাজধানীর মুগদা এলাকা থেকে পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতের নাম, মো. রাকিব হাসান ওরফে রকি (২৩)। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করা হয়।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে উত্তর মুগদা মধ্য মসজিদ জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মুগদা থানা পুলিশ। এ বিষয়ে তার বিরুদ্ধে মুগদা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডিপ্রতিদিন/ ই-জাহান