খুলনা সিটি নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানির সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী তার আইনজীবী ও হলফনামার তথ্য-উপাত্তসহ উপস্থিত ছিলেন। অপরদিকে অভিযোগকারী বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুও তার আইনজীবীসহ উপস্থিত ছিলেন।
প্রায় ঘন্টাব্যাপী শুনানি সময় উভয় প্রার্থী তাদের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করেন। তবে অভিযোগের বিষয়ে কোন সিদ্ধান্ত দেয়নি আপিল বোর্ডের প্রধান খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।
মেয়র প্রার্থীদের পাশাপাশি ২৫ জন কাউন্সিলর প্রার্থীর আপিল আবেদনের শুনানিও অনুষ্ঠিত হয়েছে। কোন বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়নি।
নিয়ম অনুযায়ী ২১ এপ্রিলের মধ্যে আপিলের সকল বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর