খুলনার কয়রায় ৩টি হরিণের মাথা ও শিং উদ্ধার করেছে বন বিভাগ। উপজেলার দক্ষিণ বেদকাশী আংটিহারা গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়। তবে এসময় কোন পাচারকারিকে আটক করা যায়নি।
আজ এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রামের মহিবুল্লাহ মোড়লের বাড়ি থেকে ৩টি হরিণের মাথা ও ৪টি শিং উদ্ধার করা হয়। পাচারের জন্য এসব জড়ো করা হয়েছিল। এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. সুলতান মাহমুদ হাওলাদার, কোবাদক স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন