বরিশাল জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন এবং আগামী সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ডা. মনিষা চক্রবর্তীসহ ৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার দুপুরে কোতয়ালী মডেল থানা পুলিশ ওই ছয়জনকে মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যানবাহন ভাঙচুর এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া বাসদের ছয় নেতাকর্মীসহ অর্ধ-শতাধিক ব্যক্তির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
গত বৃহস্পতিবার দুপুরে নগরীতে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্সের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় পুলিশের সাথে হাতাহাতি হয়। এসময় বাসদের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
ওই রাতেই গ্রেফতার হওয়া ছয়জনসহ অজ্ঞাতনামা আরও অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন পুলিশের এসআই নজরুল ইসলাম।
কোতয়ালী থানার সিনিয়র উপ-পরিদর্শক (এসআই) সত্যরঞ্জন খাসকেল জানান, পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে ওই ছয়জনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন।
ডা. মনিষা চক্রবর্তীর অসুস্থতার বিষয়ে জানতে চাইলে এসআই সত্যরঞ্জন খাসকেল বলেন, তেমন কিছু হয়নি। একটু অসুস্থতা বোধ করছিলেন মাত্র। প্রাথমিক চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন।
বিডি প্রতিদিন/২০ এপ্রিল ২০১৮/আরাফাত