খুলনা সিটি নির্বাচনে মেয়র প্রার্থীর পক্ষে দলীয় প্রচারণাকে বাধাগ্রস্থ করতে খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমানকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেছেন ১৪ দল নেতৃবৃন্দ।
আজ (শনিবার) দুপুরে খুলনা প্রেস ক্লাবে ১৪ দল আয়োজিত সংবাদ সম্মেলনে এই ষড়যন্ত্রের অভিযোগ করেন নেতৃবৃন্দ। এতে লিখিত বক্তৃতা পাঠ করেন জাসদের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মো. খালিদ হোসেন।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়ন বাধাগ্রস্থ করতে মেয়র নির্বাচনের আগমুহূর্তে নানামুখি ষড়যন্ত্র অপপ্রচার চালানো হচ্ছে। এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
এসময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেন, নির্বাচনের আগে আমাদের দলের সেক্রেটারিকে নিয়ে এ ধরনের ষড়যন্ত্র মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবে। তবে আমরা সাংগঠনিকভাবে এত শক্তিশালী যে, এটা নির্বাচনে তেমন প্রভাব ফেলতে পারবে না। খুলনায় ১৪ দলের সমন্বয়ক ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ শরীক দলের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২১ এপ্রিল ২০১৮/হিমেল