আওয়ামী লীগের ধানমন্ডির নির্বাচনী কার্যালয়ে হামলার ও ভাংচুরের ঘটনায় ধানমন্ডি থানায় দুইটি মামলা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাদী হয়ে এ মামলা দুটি করেন।
একটি মামলা করা হয়েছে শনিবার (৪ জুলাই) দলীয় নির্বাচনী অফিসে হামলা, ভাংচুর ও দলীয় নেতাকর্মীদের আহত করার অভিযোগে। একই অভিযোগ আনা হয়েছে রবিবার (৫ জুলাই) দ্বিতীয় দফায় হামলা করার ঘটনায়।
এ প্রসঙ্গে মামলার বাদী ও আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ৪-৫ জুলাই দলের কার্যালয়ে হামলা এবং নেতাকর্মীদের আহত করার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় কারো নাম উল্লেখ নাই। এসময় থানায় হামলাকারীদের ভিডিও ও ছবি জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
মামলার সময় বিপ্লব বড়ুয়ার সঙ্গে ছিলেন দলের আইন সম্পাদক অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম ও কেন্দ্রীয় সদস্য রেমন্ড আরেং।
বিডি প্রতিদিন/এনায়েত করিম