রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে একটি বাড়ির রুম ধসে চার নারী আহত হয়েছেন। আহতরা হলেন- লিপি (৩৫), হালিমা (৩৫), মাজেদা (৪৫) ও কুলসুম (৫০)। তাদের উদ্ধার করে নিকটস্থ স্যার সলিমউল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।
সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে সূত্রাপুরের কাগজিটোলা এলাকার দেবেন্দ্র নাথ রোডের ১৬ নম্বর হাজী ইব্রাহিম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (সূত্রাপুর নদীবন্দর) গোলাম সারোয়ার জানান, দোতলা বাড়িটি বেশ পুরনো। বারান্দার ওপর টিন লাগিয়ে বাড়ির মালিক সেটি রুম আকারে ভাড়া দেন। ৫ ফুট বারান্দার ৩ ফুট অংশই ভেঙে নিচে পড়ে গেছে। রুমে ঘুমিয়ে থাকা ৪ নারীর মধ্যে ৩ জনই নিচে পড়ে যান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন