আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এবারের ঈদযাত্রীদের চাহিদা ২০ আগস্টের টিকিটের। যারাই আসছেন ২০ আগস্ট রাতের টিকিটের জন্য কাউন্টারে কাউন্টারে ঘুরছেন। তবে সেই টিকিটের জন্য অনেকে সকাল ৬টার সময় এসে লাইনে দাঁড়িয়ে ১০টার মধ্যেও টিকিট হাতে পাননি।
মঙ্গলবার সকাল ৬টা থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে সংশ্লিষ্টরা।
গত ৫ আগস্ট সকাল থেকে টিকিট বিক্রি করার কথা থাকলেও ছাত্র আন্দোলনের কারণে মঙ্গলবার থেকে টিকিট বিক্রি শুরু করেছে পরিবহন মালিকরা। অন্যদিকে বুধবার থেকে ট্রেনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন