নারায়ণগঞ্জ শহরের জামতলায় কুকুর লেলিয়ে দিয়ে রিকশাচালক আব্দুর রাজ্জাককে হত্যা চেষ্টার ঘটনায় মামলা নিয়েছে ফতুল্লা থানা পুলিশ। নিরাপত্তার আশ্বাস পাওয়ার পর মঙ্গলবার আব্দুর রাজ্জাক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় জামতলা এলাকার মাহমুদুর রহমান রুপু ও প্রহরী মহিউদ্দিনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে রাজ্জাক উল্লেখ করেন, আমি স্বপরিবারে জামতলা এলাকায় বসবাস করে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। ৬৭/৩ নিউ চাষাঢ়া জামতলা এলাকার আব্দুর রহিমের বাড়ির প্রহরী মহিউদ্দিন দুই মাস পূর্বে আমার কাছ থেকে ৭ হাজার টাকা ধার নেয়। গত ৩ আগস্ট অানুমানিক রাত সাড়ে ১০টায় মহিউদ্দিন আমাকে ডেকে আনে এবং আমি তার কাছে কোন টাকা পাবো জানায়। আমি তখন প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে নীলাফুলা জখম করে। পরে আবদুর রহিমের ছেলে বিবাদী মাহমুদুর রহমান রুপু অন্য আরো ২ থেকে ৩ জন বিবাদীর সহযোগিতায় আমাকে মহিউদ্দিন টানাহেঁচড়া করে বাড়ির ছাদে নিয়ে যায়। সেখানে হত্যার উদ্দেশ্যে দুটি পালিত কুকুরের খাঁচার ভিতরে ঢুকিয়ে দেয়। ফলে কুকুর ২টি ক্ষিপ্ত হয়ে আমার শরীরের বিভিন্ন স্থান কামড়ে ও আচড়ে ক্ষতবিক্ষত গুরুতর রক্তাক্ত জখম করে। আহত অবস্থায় আমার পরিবার আমাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা করায়।
এদিকে, ঘটনার পরপরই একটি প্রভাবশালী মহলের হুমকির কারণে রিকশাচালক আব্দুর রাজ্জাক ভীত হয়ে পড়ে। বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর গত ৫ আগস্ট প্রভাবশালী মহলটি অভিযুক্ত মাহবুবুর রহমান রুপুকে দিয়ে পুলিশ সুপারের কাছে রাজ্জাককে চোর আখ্যা দিয়ে উল্টো তার বিরুদ্ধে চুরির অভিযোগে আবেদন করে।
কুকুরের কামড়ে আহত রাজ্জাককে থানায় এসে মামলা দিতে বলে ফতুল্লা থানা পুলিশ। কিন্তু অসুস্থতা ও নিরাপত্তাহীনতার আশংকায় তিনি মামলা দায়ের থেকে বিরত থাকে। অবশেষে নিরাপত্তার আশ্বাস পাওয়ার পর মঙ্গলবার তিনি মামলা করেন।
ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/০৭ আগস্ট, ২০১৮/মাহবুব