গাজীপুরের টঙ্গী কলেজ ছাত্রলীগ নেতা সাজুর উপর হামলা ও হাসপাতাল থেকে নিখোঁজের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতারা। আজ রাত সোয়া ১০টার দিকে টঙ্গী কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে টঙ্গী কলেজ শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক সাজুর প্রতিপক্ষ তার উপর অতর্কিত হামলা চালায়। পরে আহত ওই ছাত্রলীগ নেতা সাজুকে চিকিৎসা দিতে টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তুু কিছুক্ষণ পর সাজুকে হাসপাতাল থেকে তুলে নেয়ার অভিযোগ উঠলে বিক্ষুব্ধ নেতাকর্মী মহাসড়কে অবস্থান নেয়। এ সময় টায়ার জ্বালিয়ে পরিস্থিতি ঘোলাটে করলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
টঙ্গী থানার ওসি কামাল উদ্দিন বলেন, ছাত্রলীগ নেতা নিখোঁজের ঘটনায় সড়ক অবরোধ করার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।
বিডি প্রতিদিন/৭ আগষ্ট ২০১৮/হিমেল