নির্বাচন কমিশনের পরিবর্তন ছাড়া কোন নির্বাচন সম্ভব নয় জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, আগামী নির্বাচন হতে হবে খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়ে। সরকারের পদত্যাগ, সরকারের নির্বাচন কমিশনের পরিবর্তন ছাড়া এদেশে কোন নির্বাচন সম্ভব নয়। জাতীয় সংসদ নির্বাচনে সহায়ক সরকার, নির্বাচন কমিশনের পরিবর্তন ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে হবে। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদী যুব সমাবেশে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, শাসকগোষ্ঠী যখন দুর্বল হয়ে পড়ে, তখন তারা স্বৈরাচারী হয়ে যায়। বর্তমান সরকারের অবস্থাও ঠিক তেমন। রাষ্ট্রীয় বাহিনী দিয়ে তাই তারা জনগণকে দমন করার অপচেষ্টা চালাচ্ছে। এ অপচেষ্টাকে রুখতে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশ ইয়ুথ ফোরামের আয়োজনে সংগঠনের উপদেষ্টা কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ।
বিডি প্রতিদিন/এ মজুমদার