র্যাব ৭ এর সাবেক কমান্ডিং অফিসার হাসিনুর রহমানকে ডিবি পরিচয়ে বাড়ির কাছ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার।
এ ব্যাপারে পরিবেরের পক্ষ থেকে পল্লবী থানায় জিডি করা হয়েছে বলেও জানা গেছে। তবে হাসিনুরকে আটকের খবর অস্বীকার করেছে ডিবি।
এদিকে, খবর পেয়ে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সেখানে হাসিনুরের ব্যক্তিগত পিস্তল পেয়েছে পুলিশ সদস্যরা।
পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে বলে জানান পল্লবী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম।
বিডি প্রতিদিন/ ৯ আগস্ট ২০১৮/ ওয়াসিফ