খুলনার খালিশপুর হাউজিং এলাকায় শিশুকন্যাকে ধর্ষণের মামলায় মো. জালাল নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঘটনার ১৯ বছর পর বৃহস্পতিবার দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোহা. মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সুমন্ত কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি একই এলাকার ভাড়াটিয়া মো. শাজাহানের ছেলে।
জানা যায়, খালিশপুর ক্রিসেন্ট জুট মিলে কর্মরত তোতা মিয়া স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে খালিশপুর হাউজিং স্ট্রেট এন/জে-১৭ কলোনীতে বসবাস করতেন। ১৯৯৯ সালের ১৪ এপ্রিল আসামি জালাল বেড়ানোর কথা বলে তোতা মিয়ার ১৩ বছরের মেয়েকে বাইরে নিয়ে যায়। পরে প্লাটিনাম কাচা কলোনীর ভিতর নিয়ে তাকে জোরপুর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় মেয়েটির মা মমতাজ বেগম বাদী হয়ে খালিশপুর থানায় ধর্ষণ মামলা করেন। ওই বছরের ৩ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিম আদালতে জালাল ও তার সহযোগীর বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দেয়। রায় ঘোষণাকালে আসামি জালাল পলাতক ছিলো।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন