গ্যাসপাইপ লাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর ১২ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রাজধানী ঢাকার তেজগাঁও ও ধানমন্ডি আওতাধীন ১২ এলাকার বাসাবাড়ি, অফিস, রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠানে ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধের আওতায় থাকবে।
তিতাস গ্যাসের জনসংযোগ কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, শুক্রবার ফার্মগেটের ইন্দিরা রোড, তেজগাঁওয়ের রাজাবাজার, বউবাজার রোড, গার্ডেন রোড, ধানমন্ডির শুক্রাবাদ, কাঁঠালবাগান, ফ্রি স্কুল স্ট্রীট, ক্রিসেন্ট রোড, সেন্ট্রাল রোড, সায়েন্স ল্যাবরেটরি রোড, কলাবাগান, ডলফিন গলি, বশিরউদ্দিন রোড ও আশেপাশের এলাকায় সকল শ্রেণীর গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস পাইপ লাইন স্থানান্তর কাজ শেষ হলে যথারীতি গ্যাস পাবেন গ্রাহকরা।
বিডি প্রতিদিন/০৯ আগস্ট ২০১৮/আরাফাত