রাজধানীতে অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৫৭ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানানো হয়েছে, অভিযানে ৫৭ জনকে আটক করার পাশাপাশি তাদের কাছ থেকে ১৫ হাজার ৩৫৮ পিস ইয়াবা, ৩৩৫ গ্রাম হেরোইন, ১০ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৫৬ বোতল ফেনসিডিল, ৪০ লিটার দেশি ছোলাই মদ ও ১০টি নেশা জাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা হয়েছে বলেও জানায় ডিএমপি।
বিডি প্রতিদিন/এ মজুমদার
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        